টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপিসহ প্রায় সব দলের প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন- দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক শাতিল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও সাবেক এমপি খালেদা পান্নার ছেলে ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো।
এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদ, জাতীয় নাগরিক পার্টির মনোনয়নপ্রত্যাশী ও মাওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী, ইসলামী আন্দোলনের প্রার্থী জেলা সভাপতি আলহাজ আকরাম আলী, খেলাফত মজলিসের প্রার্থী জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ছানোয়ার হোসেন সরকার ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি শরিফুল ইসলাম কাসেমী ও খেলাফত মজলিসের প্রার্থী জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। এ ছাড়া জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মনোনয়নপ্রত্যাশী। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে আমার ভূমিকা ছিল। আশা করছি, দল আমাকে মনোনয়ন দেবে। আমি মনোনয়ন পেলে যে কোনো প্রকার অন্যায়-অত্যাচার থেকে জনগণকে নিরাপদে বসবাস করার সুযোগ সৃষ্টি করা হবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, আন্দোলন-সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা রেখেছি। কারা-নির্যাতন ভোগ করেছি কয়েকবার। আশা করছি, দল আমাকে মনোনয়ন দেবে। জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ বলেন, বিগত সরকারগুলোর সময়ে জেলা শহরের তেমন কোনো উন্নয়ন হয়নি। সততার সঙ্গে দায়িত্ব পালন না করায় জনগণের অধিকার বাস্তবায়িত হয়নি। রাস্তাঘাটের কিছু উন্নয়ন হলেও তা অপর্যাপ্ত। টেকসই কোনো উন্নয়ন হয়নি। সততার সঙ্গে কাজ করতে চাই।