নেত্রকোনার মোহনগঞ্জে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে মোহনগঞ্জ থানা থেকে দেড় শ গজ দূরে এ হত্যাকাণ্ড ঘটে। তবে কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। নিহত নারায়ণ পাল পৌর শহরের রাউতপাড়া এলাকার মৃত নিরুপালের ছেলে। তিনি ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণ পাল একাই দোকান চালাতেন। সোমবার রাত ১০টার পর থেকে পাশের দোকানিরা তার কোনো সাড়া পাচ্ছিলেন না। প্রায় আধা ঘণ্টা পর এক ব্যক্তি দোকানের ভিতরে গিয়ে নারায়ণের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। মামলার প্রস্তুতি চলছে।