গ্রিসে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার বিকালে রাজধানী এথেন্সের পেত্রু র্যালি সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধানগর ঘোষপাড়ার সুদীপ ঘোষ এবং শরীয়তপুরের দেশহাতরা গ্রামের বাসিন্দা মোসলেউদ্দিন বাবু মোল্লা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুদীপ ঘোষ ও মোসলেউদ্দিন বাবু মোল্লা একসঙ্গে কর্মস্থলের উদ্দেশে মোটরসাইকেলে যাচ্ছিলেন। যাত্রাপথে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় মোটরসাইকেলের পেছনে বসা মোসলেউদ্দিন বাবু মোল্লা ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় সুদীপ বাবুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বৃহস্পতিবার এথেন্সের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আইনি সব প্রক্রিয়া শেষ হওয়ার পর নিহতদের লাশ দ্রুত দেশে পাঠানো হবে।