জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশ যেভাবে চলছে, তাতে জনগণ সন্তুষ্ট নয়। দেশটা যেভাবে চলে এসেছে, এর ওপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয়। ক্ষুব্ধ, অসন্তুষ্ট। এ ক্ষোভের আগুন মেটানো আল্লাহ তায়ালার পক্ষেই সম্ভব। কিন্তু জমিনে আমাদের চেষ্টা করতে হবে। সে চেষ্টার গুরুত্বপূর্ণ একটি ছিল ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ।’ তিনি বলেন, ‘ঢাকায় বিমান দুর্ঘটনায় শতাধিক মৃত্যু হতে পারে বলে আমরা ধারণা করছি।’
গতকাল বিকালে রংপুর সদরের মমিনপুরে জামায়াতের প্রবীণ রোকন শাহ আলমের কবর জিয়ারত করতে এসে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, ‘এমন একটা বাংলাদেশ চাই, যে দেশে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। যে বাংলাদেশে কেউ ঘুষ নেবে না, ঘুষের জন্য যে হাত বাড়াবে, তার হাত অবশ করে দেওয়া হবে। এ বাংলাদেশটাই চাই।’ নিজস্ব প্রতিবেদক, খুলনা জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অনেক শাসন দেখেছি। এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা এখন সৎ শাসক চাই। কোরআানের শাসন চাই।’ গতকাল খুলনার দাকোপে পথসভায় তিনি এ কথা বলেন। উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানের এ পথসভায় ঢাকায় সমাবেশে দুবার অসুস্থ হয়ে পড়ার প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘সেদিন তো আমি চলেই গিয়েছিলাম কিছু সময়ের জন্য। জানি না কোথায় ছিলাম।’ তিনি বলেন, ‘দীনের পথে লড়তে চাই জীবনের শেষনিঃশ্বাস পর্যন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই।
ইয়া মাবুদ, তুমি বাংলাদেশে কোরআনের শাসন দাও।’ ডা. শফিকুর রহমান ঢাকায় সামরিক প্রশিক্ষণ বিমান বিধবস্ত হয়ে নিহত শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য শোক প্রকাশের পাশাপাশি যারা হাসপাতালে আছে আল্লাহ তাদের সুস্থতার জন্য দোয়া করেন।
সভায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করেন দাকোপ উপজেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা জি এম আখতারুজ্জামান। উল্লেখ্য, ঢাকায় অনুষ্ঠিত জাতীয় সমাবেশে যাওয়ার পথে ১৯ জুলাই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ নিহত হন।