বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারত। গতকাল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গতকাল ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে। চিঠিতে দুর্ভাগ্যজনক এ ঘটনায় আহতদের চিকিৎসাসেবায় সহায়তার প্রয়োজন হলে তা জানাতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ভারতীয় হাইকমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এদিকে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতেই এ পদক্ষেপ চূড়ান্ত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ সূত্র জানান, বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি ছোট টিম আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছে যাওয়ার কথা। পাঠানো হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টও। এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসক যাবেন।