সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ‘বঞ্চিত’ করার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি। এ দাবিতে বৃহস্পতিবার সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে মানববন্ধন, সমাবেশ এবং প্রধান উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবেন শিক্ষক ও অভিভাবকরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কর্মসূচির পরও যদি দাবি আদায় না হয়, তাহলে ২৫ জুলাইয়ের পর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
আজ বুধবার দুপুরে রংপুর নগরীর লালকুঠি মোড়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের মহাপরিচালক অধ্যক্ষ মোহাম্মদ আলী।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে একটি মহল চক্রান্ত করছে। এরই অংশ হিসেবে গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে সরকারিভাবে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। এতে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা আত্মবিশ্বাস, মেধার স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা থেকে বঞ্চিত হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি এবং এর প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন কর্মসূচি পালন করবো। যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হয়, তাহলে আমরা শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি মো. আবু তালেব, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, শিক্ষা সচিব খায়রুল আলম, দপ্তর সচিব মো. লুৎফুল্লাহ এবং মহানগর সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ