জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২০২২ সালের এলএলবি শেষ পর্বের ফল প্রকাশিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০২২ সালের এলএলবি শেষ পর্বের ফল এতদ্দ্বারা প্রকাশ করা হলো। পরীক্ষার্থীদের ফল www.nu.ac.bd/results ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এলএলবি শেষ পর্বের পরীক্ষা এ বছরের ১০ জানুয়ারি শুরু হয়। আর শেষ হয় ৮ মার্চ।
বিডি প্রতিদিন/কেএ