মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে উপজেলা বিএনপি। বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মূছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। গতকাল মঙ্গলবার বাদ আসর বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক হারুন আকাশ, উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাহবুব হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব লিটন সরকার, ছাত্রদল নেতা আশিকুর রহমান অন্তু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ