বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজের একদিন পর চিংড়ি ঘের থেকে অর্পিতা সাহা (১৯) নামের এক তরুণীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বোয়ালিয়া ভ্যান স্টান্ড এলাকার পরিতোষ বালার চিংড়ি ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। অর্পিতা সাহা চিতলমারী বাজারের আনন্দ সাহার মেয়ে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, অর্পিকা সাহা সোমবার সকাল থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ চিংড়ি ঘের থেকে অর্পিতা সাহার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম