রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। মুহূর্তেই বিভৎস সেই ঘটনার খবর ছড়িয়ে পড়ে দেশজুড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ এই মর্মান্তিক দুর্ঘটনায় বাকরুদ্ধ ও গভীর শোকাহত।
ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় দপ্তর নিকটবর্তী শাখাসমূহকে উদ্ধার কাজে অংশগ্রহণ, রক্ত সংগ্রহ ও রক্তদান, জরুরি পরিবহন, অক্সিজেন ও ওষুধ সরবরাহসহ আহতদের চিকিৎসাসেবায় সর্বাত্মক সহযোগিতার নির্দেশনা প্রদান করে।
এ দুর্ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। পাশাপাশি, দেশজুড়ে বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী দল উদ্ধার কার্যক্রমে অংশ নেয় এবং বিভিন্ন মানবিক কর্মসূচির ঘোষণা দেয়।
এই প্রেক্ষাপটে, বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও সদর উপজেলা শাখা মঙ্গলবার (২২ জুলাই) নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য এক দোয়া মাহফিলের আয়োজন করে। ঠাকুরগাঁও সদর উপজেলার তালিমুল কোরআন মাদ্রাসায় আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল মুকিত এবং দোয়া পরিচালনা করেন হাফেজ হজরত আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য রাকিব ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আজাদ, পলিটেকনিক শাখার সাধারণ সম্পাদক রাতুল হাসান, দাউদ আলীসহ মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/জামশেদ