ব্র্যাডফোর্ডে স্ত্রী কুলসুমা আক্তারকে রাস্তায় নৃশংসভাবে হত্যার দায়ে হাজীবুর মাসুম (২৬)-কে ২৬ জুলাই ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বছরের ৬ এপ্রিল মাসুমের নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্ত্রী কুলসুমা ম্যানচেস্টারের ওল্ডহ্যাম থেকে পালিয়ে ব্র্যাডফোর্ডের সেফ হাউসে আশ্রয় নিয়েছিলেন। মাসুম ফোন লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে তাকে কমপক্ষে ২৬ বার ছুরিকাঘাত শেষে রাস্তায় ফেলে রেখে চলে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যার পর মাসুম হাসতে হাসতে ঘটনাস্থল ত্যাগ করে। মামলার বিচারক মিস্টার জাস্টিস কটার রায়ে বলেন, ‘কুলসুমার সন্তান আর কখনো তার মাকে চিনবে না।’ তিনি আরও বলেন, ‘তুমি এমন আচরণ করেছিলে যে, কুলসুমা নিজেই তার মৃত্যুর পূর্বাভাস দিয়েছিল।’
মামলায় বলা হয়, মাসুম ফেসবুকে ভুয়া পোস্ট দিয়ে দেখানোর চেষ্টা করে যে সে স্পেনে আছে, কিন্তু গোপনে ব্র্যাডফোর্ডে এসে কুলসুমাকে হত্যার পরিকল্পনা করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি আশপাশের এলাকায় ঘোরাফেরা করছেন, কুলসুমাকে ফাঁদে ফেলার জন্য ভুয়া জিপি অ্যাপয়েন্টমেন্টের বার্তা পাঠাচ্ছেন এবং অনুপস্থিত থাকলে ‘ভয়াবহ পরিণতির’ হুমকি দিচ্ছেন। হত্যার দিন, কুলসুমা তার এক বান্ধবীর সঙ্গে ছেলেকে প্র্যামে বসিয়ে হাঁটছিলেন। মাসুম এসে তাদের পথ রোধ করে। মাসুম হত্যার অভিযোগ অস্বীকার করেছে।