দলের বিপক্ষে কেউ, যতই ক্ষমতাশালী হোক না কেন, অবস্থান নিতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
বুধবার (আজ) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর ফুটবল মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে মুজিবনগরের জনগণ ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। দলীয় ঐক্য বজায় রেখে, সব বিভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবাইকে ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।’
সম্মেলনে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, আলমগীর খান ছাতু ও রোমানা আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক লিটন, আখেরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরবর্তীতে, সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল ইসলাম মুজিবনগর উপজেলা বিএনপির নতুন কমিটির সভাপতি হিসেবে আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে মশিউর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হারুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে জালাল উদ্দীনের নাম ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/জামশেদ