বিপিএল আয়োজনে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের ১২তম আসর আয়োজনের সময়ও নির্ধারিত। আগামী ডিসেম্বর-জানুয়ারি মাস বিপিএলের সম্ভাব্য তারিখ। কিন্তু রাজনৈতিক পরিস্থিতিতে ওই সময় টি-২০ ফ্র্যাঞ্চাইজি মাঠে গড়াবে কি না, সন্দেহ রয়ে যাচ্ছে। কারণ ওই সময় জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চাইছে অন্তর্বর্তী সরকার। জাতীয় নির্বাচনের সম্ভাবনা থাকার পরও ক্রিকেট বোর্ড ডিসেম্বরকে টার্গেট করেই এগোচ্ছে। তবে চোখ রেখেছে মে মাসের দিকে। বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধান মাহাবুব আনাম তেমনই বলেছেন, ‘বিপিএল আয়োজনে আমরা প্রস্তুত। আমরা ডিসেম্বর মাসকে টার্গেট করেই এগোচ্ছি এবং প্রস্তুতি নিচ্ছি। যদি সে সময় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে বিপিএল অটোমেটিক্যালি পিছিয়ে যাবে। তখন আমরা মে মাসে আয়োজনের চেষ্টা করব।’
যদি কোনো কারণে মে মাসে গড়ায় বিপিএল, তাহলে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আইপিএলের সময়সূচির সঙ্গে ক্ল্যাশ করবে। ফলে ভালোমানের বিদেশি তারকা ক্রিকেটার পেতে কষ্ট হবে বিসিবির। যদিও বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণই বেশি। ৩ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে আসা পাকিস্তান স্কোয়াডের ৯ ক্রিকেটারই বিপিএল খেলেছেন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের ক্রিকেটাররাও অংশ নিয়ে থাকেন। বিসিবির এবার টার্গেট ছিল বড় তারকাদের খেলানো। কিন্তু কোনো কারণে যদি পিছিয়ে যায়, তাহলে বিদেশি ক্রিকেটার পেতে সমস্যা হবে।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। গত আসরে সাতটি দল অংশ নিয়েছিল। এবার আরও বেশি দল নিয়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফ্র্যাঞ্চাইজি হিসেবে কয়েকটি বিদেশি কোম্পানিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নিয়েছে ক্রিকেট বোর্ড। এ ক্ষেত্রে আলোচনায় রয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের নাম। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দলটির অংশগ্রহণ রয়েছে ভিন্ন ভিন্ন নামে। বিপিএলের আগের আসরগুলোতে দুর্নীতি খুঁজে পেতে তদন্ত করেছে দুদক। তদন্তের প্রয়োজনে বেশ কয়েকবার ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টসেও হানা দিয়েছে। খোঁজখবর নিয়েছে।
২০১২ সালে শুরু বিপিএল। এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজনৈতিক কারণে গত আসরে অংশ নেয়নি দলটি। নতুন দল হিসেবে অংশ নিয়েছিল ঢাকা ক্যাপিটালস। এবার কুমিল্লা ফিরতে পারে। নতুন দল হিসেবে নোয়াখালীর কথা শোনা যাচ্ছে। বিসিবি চাইছে আট থেকে ১০টি দল নিয়ে আয়োজন করতে। ভেন্যু তিনটির পরিবর্তে পাঁচটি করতে চাইছে। মিরপুর, সিলেট ও চট্টগ্রামের সঙ্গে বগুড়া ও খুলনা নতুন ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে। গত ১৩ বছরে বিপিএলের আসর অনুষ্ঠিত হয়েছে মাত্র ১১টি। করোনার জন্য একবার মিস হয়েছে। এবার বিপিএল সফলভাবে আয়োজনে বিসিবি শতভাগ প্রস্তুত।