রাজধানীর মোহাম্মদপুরে একজনকে গুলি করে ও আরেকজন পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল সন্ধ্যা ৭টায় এ হত্যার ঘটনা দুটি ঘটে। গতকাল সন্ধ্যা ৭টায় মোহাম্মদপুরের নবোদয় হাউসিং সোসাইটি বায়তুল মামুর জামে মসজিদের সামনে ইব্রাহিম (৩২) নামের একজনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক দুজন হলেন রুবেল (৩৫) ও সজীব (৩২)।
এদিকে রাত ৯টায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে পুলিশের সোর্স আলআমিন ওরফে পাতা আলআমিন (২৬) নামের এক যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।