দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন কেন্দ্র বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের (বিওজিসিএল) রিফাইনারি প্ল্যান্টে আকস্মিক আগুন লেগেছে। গতকাল বিকাল ৪টার দিকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত এ প্ল্যান্টে দুর্ঘটনা ঘটে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
রিফাইনারি সূত্র জানান, ঘটনার পরই প্ল্যান্টের নিজস্ব অগ্নিনির্বাপণ দল সক্রিয় হয়। তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর, হাসনাবাদ ও পোস্তগোলা ইউনিটের কর্মীরা। যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্ল্যান্টের মূল অবকাঠামো এবং মূল্যবান উৎপাদন সরঞ্জাম সুরক্ষিত আছে।
বিওজিসিএল রিফাইনারি প্ল্যান্ট স্বাভাবিক প্রক্রিয়ায় ক্রুড অয়েল পরিশোধন করে জ্বালানি তেল ও বিটুমিন উৎপাদন করে। এখানে উৎপাদিত জ্বালানি তেল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তায় সরাসরি ভূমিকা রাখছে। পাশাপাশি বিটুমিন অবদান রাখছে দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, আগুনে কোনো ধরনের প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। প্ল্যান্টের সব কর্মী নিরাপদে আছেন। উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, বিদ্যুৎ বিভ্রাটের ফলেই এ অগ্নিকাণ্ড। ঘটনার প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন কর্তৃপক্ষ।
দেশের জ্বালানি খাতে বিওজিসিএলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগুনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।