এ যেন পটে আঁকা গ্রাম। যেদিকে চোখ যায় সেখানেই রঙিন আলপনা। মাটির দেয়াল, বাড়ির উঠোনে আঁকা ফুল-পাখি-লতা-পাতাসহ হরেক চিত্র। ছবি তোলার জন্য দেশের বিভিন্ন স্থানে গিয়েছি, এমন একটা গ্রাম দেখার অনুভূতি সত্যিই অসাধারণ। সেই গ্রামের নাম টিকোইল। অপরূপ সৌন্দর্যের প্রতীক এ গ্রাম। খাতা-কলমে টিকোইল হলেও লোকমুখে আলপনা গ্রাম নামেই পরিচিত। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের এ গ্রামের প্রত্যেক নারীই একেকজন চিত্রশিল্পী।
ছবি ও লেখা : রোহেত রাজীব