টিকটকে পরিচয়ের সূত্র ধরে ব্ল্যাকমেলের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও টাকা আদায়ের অভিযোগে শোয়াইব (৪১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শোয়াইব চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনকিচর গ্রামের বশির আহামদের ছেলে।
সিআইডি জানায়, এক নারীর সঙ্গে টিকটকে পরিচয় হয় শোয়াইবের। ইমোতে তাদের নিয়মিত কথাবার্তা হতো। একপর্যায়ে ভিডিওকলে ওই নারীকে কৌশলে অন্তরঙ্গ অবস্থায় এনে স্ক্রিন রেকর্ড করে রাখেন। পরে এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন ও প্রায় ৮ লাখ টাকা আদায় করেন। আরও টাকা দাবি করলে ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানালে ইমোতে তার ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। ভুক্তভোগী রামপুরা থানায় মামলা করলে শোয়াইবকে গ্রেপ্তার করা হয়। সিআইডি আরও জানায়, একাধিক নারীকে প্রতারণার ফাঁদে ফেলেছেন শোয়াইব। তার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।