রাজশাহীর বাঘায় পদ্মার চরাঞ্চলে বালুমহালের খেয়াঘাটে গুলি ছুড়ে দুটি স্পিডবোট ভাঙচুর ও একটি স্পিডবোটের ইঞ্জিন খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, রবিবার রাত সাড়ে ৩টার দিকে লক্ষ্মীনগর মৌজার খেয়াঘাট এলাকায় কয়েকটি নৌকায় করে আসা ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল গুলি ছুড়তে শুরু করে। শ্রমিকরা আতঙ্কিত হয়ে জীবন বাঁচাতে নদীর পাড়ে আশ্রয় নেন। এ সময় দুটি স্পিডবোট ভাঙচুর এবং একটি স্পিডবোটের ইঞ্জিন খুলে নিয়ে যায় হামলাকারীরা। রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার অভিযোগ করে বলেন, বৈধ ইজারা নিয়েও বালুমহাল থেকে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে। লালপুরের কাকন বাহিনী ‘খাল এন্টারপ্রাইজ’ নামে স্লিপ দিয়ে টাকা দাবি করছে। চাঁদা না দেওয়ায় এ হামলা হতে পারে। জানা যায়, রাজশাহী জেলা প্রশাসনের আওতাধীন ২৪ একর আয়তনের লক্ষ্মীনগর বালুমহাল এ বছর মেসার্স সরকার ট্রেডার্সের কাছে ইজারা দেওয়া হয়েছে।
ইজারাদার এস এম এখলাসের ব্যবস্থাপক বিলাল হোসেন জানান, নদীপথে দেশের বিভিন্ন জেলায় বালু সরবরাহ করা হয়। পথে নানা স্থানে চাঁদা দিতে হয়। না দিলে হামলা-মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, বালুমহালে নজরদারি বাড়ানো হয়েছে। নৌ-পুলিশ ও থানা পুলিশ একসঙ্গে কাজ করছে।