আওয়ামী লীগ শাসনামলের দাপুটে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে সাময়িক বরখাস্ত করেছে অন্তর্বর্তী সরকার। সাময়িক বরখাস্ত করা হয়েছে ডিএমপির আরেক যুগ্ম কর্মকর্তা (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদি হাসানকেও। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই কর্মকর্তার বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। দুজনের বিষয়েই আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২ (চ) বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সাময়িক বরখাস্তকালে বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জে এবং মেহেদি হাসান সিলেট রেঞ্জে সংযুক্ত থাকবেন। বিধি অনুযায়ী তাঁরা খোরপোশ ভাতা পাবেন।
২১তম বিসিএসে পুলিশ ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব সরকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পুলিশের চাকরিতে আওয়ামী লীগ সরকারের প্রায় পুরোটা সময় তিনি দাপুটে কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
২০১১ সালের ৬ জুলাই বিএনপির কর্মসূচি চলাকালে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক সংসদ ভবনের সামনে পুলিশের পিটুনির শিকার হন।
সে সময় তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ এবং অতিরিক্ত উপকমিশনার বিপ্লব কুমার সরকার ওই ঘটনার নেতৃত্ব দেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা মহানগর পুলিশের এ দুই যুগ্ম কমিশনারের হদিস মিলছে না।