ইউক্রেনকে সমর্থন দিতে আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার এই পরিকল্পনাকে লোকদেখানো ও অতি সরলীকৃত প্রস্তাব বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। ট্রাম্পপন্থি সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুদ্ধপরবর্তী ইউক্রেনে সামরিক নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রহীদের নিয়ে একটি জোট গঠনের প্রস্তাব করেছেন স্টারমার। আমি তো মনে করি, এটা অনেকটাই লোকদেখানো পরিকল্পনা, যা খুব বেশি বাস্তবতার বিবেচনায় তৈরি করা হয়নি। তিনি আরও বলেছেন, ইউরোপের নেতারা মনে করছেন, রাশিয়া পুরো ইউরোপ দখল করে নেবে।-বিবিসি
পুরো বিষয়টিই হাস্যকর। (ইউরোপ রক্ষার্থে) সবার মধ্যেই উইনস্টন চার্চিল (দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী) হতে চাওয়ার প্রবণতা রয়েছে। তবে এখন ন্যাটো আছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল না। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সমঝোতার নেতৃত্বে রয়েছেন উইটকফ। -বিবিসি