দুই দিন আগে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন বছর পর প্রথম সরাসরি আলোচনা হলেও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে একটি বন্দি বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়েছে। এরই অংশ হিসেবে আজ রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধে ‘রক্তপাত বন্ধ করার’ চেষ্টা নিয়ে এই আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির। ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প বলেন, স্থানীয় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) পুতিনের সঙ্গে এই ফোনালাপ হবে। পরে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কয়েকটি ন্যাটো দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন।
ট্রাম্প বলেছিলেন, যদি পুতিন ইস্তাম্বুল আলোচনায় অংশ নেন, তবে তিনিও সেখানে উপস্থিত থাকবেন। তবে পুতিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ করতে বাস্তব অগ্রগতি কেবল তখনই আসবে, যখন তিনি ও পুতিন সরাসরি মুখোমুখি হবেন।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থাগুলোকে জানিয়েছেন, ট্রাম্প-পুতিন ফোনালাপের প্রস্তুতি চলছে।
- রয়টার্স