যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ৯টা। নিউইয়র্কের ইস্ট নদী দিয়ে যাচ্ছিল মেক্সিকোর একটি জাহাজ। সে সময়ই ইস্ট নদীর ওপরে থাকা ব্রুকলিন ব্রিজে ধাক্কা খায় জাহাজের সুসজ্জিত পাল। এ ধাক্কার জেরে পালের একাংশ ভেঙে পড়ে যায়। আর ওই পাল তোলা নৌযানটি ছিল মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ। ওই জাহাজে ২৭৭ যাত্রী ছিলেন। এতে অন্তত দুজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। জাহাজের ১৪৭ ফুট উচ্চতার দুটি মাস্তুল ভেঙে যায়। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, শনিবার সন্ধ্যায় সংঘর্ষের আগে পাল তোলা জাহাজটির বিদ্যুৎ সংযোগ চলে যায়। মার্কিন কর্মকর্তারা জানান, জাহাজের আরোহীরা সৌজন্যমূলক সফরে নিউইয়র্কে এসেছিলেন। ঘটনাস্থলের এক ভিডিও ফুটেজে দেখা যায়, শনিবার সন্ধ্যায় যখন জাহাজটি বিশ্বখ্যাত এই সেতুটির নিচ দিয়ে পার হচ্ছিল, তখন কুয়াউথেমক নামের জাহাজটির উঁচু মাস্তুল সেতুর সঙ্গে ধাক্কা খায়। এতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জাহাজের পালের একাংশ।-এএফপি
আতঙ্কিত হয়ে দৌড় দেন ব্রিজের ধারে দাঁড়িয়ে থাকা স্থানীয় এবং পর্যটকরা।
দুর্ঘটনার পর শনিবার রাতেই সাংবাদিকদের নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানান, কী কারণে এ দুর্ঘটনা তার কারণ এখনো জানা যায়নি। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করতেই রাত থেকে অভিযান শুরু করে নিউইয়র্কের দমকল বিভাগ। প্রাথমিকভাবে জানা গেছে, জাহাজটির নাম ‘কহটেমক’। মেক্সিকোর শিক্ষানবিশ নৌ সেনাদের প্রশিক্ষণ দিতে এটি ব্যবহার করা হয়। ১৫টি দেশের ২২টি বন্দরে যাওয়ার পরিকল্পনা ছিল জাহাজটির। শনিবার নিউইয়র্ক বন্দর ছেড়ে ব্রুকলিন সেতু পেরোনোর সময়েই ঘটে যায় দুর্ঘটনা।