বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার কারণে বন্ধ থাকা লন্ডনের হিথ্রো বিমানবন্দর ফের সচল হয়েছে। এরপর এ বন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। রয়টার্স।
খবরে বলা হয়, বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার বেশির ভাগ সময় লন্ডন বিমানবন্দর বন্ধ ছিল। সন্ধ্যার পর কিছু ফ্লাইট আসা-যাওয়া শুরু হয়। গতকাল সকালে হিথ্রো বিমানবন্দর সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়। এটি এখন পুরোপুরি সচল।
জানা গেছে, বৃহস্পতিবার বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহকারী একটি সাবস্টেশনে আগুন লাগে। ফলে বিমানবন্দরটিতে উল্লেখযোগ্য বিদ্যুৎবিভ্রাট ঘটে। এ পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়াও বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত বিমানবন্দরের অনেক কার্যক্রম বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, বিমানবন্দরের আশপাশে হাজার হাজার বাড়িও শুক্রবার বিদ্যুৎবিহীন থাকে। ফ্লাইট রাডার টুয়োন্টিফোর অনুসারে, গ্লোবাল ট্রাভেল হাবের কয়েক ঘণ্টা আগে বন্দরটি বন্ধ হওয়ায় বিপাকে পড়ে এয়ারলাইনস কর্তৃপক্ষগুলো। তখন আকাশে থাকা কমপক্ষে ১২০টি ফ্লাইটকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। -রয়টার্স
আর উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো ছাউনিতে ফেরত নেওয়া হয়। এ পরিস্থিতিতে লন্ডন কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎবিভ্রাট নিরসনে কাজ শুরু করে।