ইউরোপের প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য আসন্ন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ব্রাসেলসের উদ্দেশে রওনা দেওয়ার আগে ওয়ারশতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা এমন একটি সময়ের দিকে এগোচ্ছি, যা সম্ভবত ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ইউরোপকে নিরাপদ, সশস্ত্র ও রাশিয়ার হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা।
টাস্ক উল্লেখ করেন, পোল্যান্ড দীর্ঘদিন ধরে রাশিয়ার হুমকি সম্পর্কে ইউরোপকে সতর্ক করে আসছিল। তবে তখন তারা একা থাকলেও এখন পুরো ইউরোপ একই সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। পোলিশ প্রধানমন্ত্রী তার দেশের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদাকে নতুন অভিবাসন ও আশ্রয় আইন অনুমোদনের আহ্বান জানিয়েছেন। নতুন আইনটি পাস হলে, সরকার বিশেষ পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের আশ্রয়ের আবেদন সাময়িকভাবে স্থগিত রাখতে পারবে। টাস্ক বলেন, আমাদের বেলারুশ সীমান্তে চাপ ক্রমাগত বাড়ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং বেলারুশের আলেকজান্ডার লুকাশেঙ্কো অভিবাসন সংকটকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা ইইউ সীমান্তে কৃত্রিম সংকট তৈরি করে আসলে ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে। তবে এটি শুধু হাইব্রিড যুদ্ধ নয়, বরং আরও গভীর ষড়যন্ত্র।
বিশ্লেষকদের মতে, আসন্ন ইইউ সম্মেলনে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার, রাশিয়ার আগ্রাসনের মোকাবিলা এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। পোল্যান্ড এ বিষয়ে দীর্ঘদিন ধরেই জোরালো ভূমিকা রাখছে এবং এবার তারা আরও বড় পরিসরে সমর্থন পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।