ভারতের জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় ভারতীয় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়েছে। ভারতীয় সেনাদের দাবি, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হলে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন বিদ্রোহীরা। শুরু হয় বন্দুকযুদ্ধ। ওই ঘটনায় এখন পর্যন্ত এক বিদ্রোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ভারতের সেনার কাছে গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল, জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুপওয়ারার হান্দওয়ারার ক্রুমহুরা গ্রামে লুকিয়ে রয়েছেন দুই বিদ্রোহী। এ তথ্যের ভিত্তিতে গতকাল ভোর থেকে ওই গ্রাম ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ দল। যৌথ বাহিনী তল্লাশি শুরু করতেই বিদ্রোহীরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। শুরু হয়ে যায় দুই পক্ষে গুলির লড়াই। এ প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত সেখানে গুলির লড়াই চলছে। গতকাল সকালে কাশ্মীর পুলিশ জানিয়েছে, হান্দওয়ারার ক্রুমহুরা-জাচালদারা এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে। কয়েক মাস ধরেই জম্মু-কাশ্মীরে একের পর এক হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে।