ভয়েস অব আমেরিকার ১ হাজার ৩০০ জনের বেশি কর্মীকে শনিবার থেকে ছুটিতে পাঠানো হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আরও দুটি সংবাদমাধ্যমের তহবিল বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি তহবিলে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার মাতৃপ্রতিষ্ঠান এবং আরও ছয়টি ফেডারেল সংস্থাকে ছিঁড়েখুঁড়ে ফেলার নির্দেশনা দেওয়ার এক দিন পর এমন সিদ্ধান্ত হলো। ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিচস বলেন, তাঁর প্রতিষ্ঠানের মোট কর্মীর প্রায় সবাইকে ১ হাজার ৩০০ জনের মতো সাংবাদিক, প্রযোজক ও সহযোগীদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। -বিবিসি
এর মাধ্যমে প্রায় ৫০টি ভাষায় পরিচালিত এই সম্প্রচার মাধ্যমকে প্রায় পঙ্গু করে দেওয়া হচ্ছে। নাৎসি প্রচার প্রচারণার পাল্টা ভাষ্য হিসেবে ১৯৪২ সালে ভয়েস অব আমেরিকা (ভিওএ) প্রতিষ্ঠা করা হয়েছিল। ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোউইৎস জানিয়েছেন, তাদের সাংবাদিক, প্রযোজক ও সহকারীসহ ১৩০০ কর্মীর সবাইকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে; এভাবে প্রায় ৫০টি ভাষায় পরিচালিত একটি সম্প্রচারমাধ্যমকে পঙ্গু করা হচ্ছে। লিঙ্কডইনে এক পোস্টে আব্রামোউইৎস বলেছেন, ‘৮৩ বছরের মধ্যে প্রথমবারের মতো আকর্ষণীয় ইতিহাসের অধিকারী ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাচ্ছে, এ জন্য আমি দুঃখে ভারাক্রান্ত।’