যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারতকে দায়ী করেছে পাকিস্তান। সফল উদ্ধার অভিযানের এক দিন পর গতকাল দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, জাফর এক্সপ্রেসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারত জড়িত। বিদেশে অবস্থিত একটি সন্ত্রাসী সংগঠনের নেতৃত্বে এই হামলার পরিকল্পনা হয়েছিল।
প্রতিবেদন মতে, ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে অংশ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, জাফর এক্সপ্রেস হামলার উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে, সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করছিল। গত মঙ্গলবার বিকালে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটি ছিনতাই করে বিচ্ছিন্নতাবাদীরা। -জিও নিউজ