তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা আয়োজনে আঙ্কারার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন। গতকাল তুরস্কের একটি কূটনৈতিক সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে। ন্যাটো-সদস্য তুরস্ক ২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণের কয়েক মাস পর পক্ষগুলোর মধ্যে প্রাথমিক আলোচনা আয়োজন করেছিল। যা কৃষ্ণ সাগরে শস্য রপ্তানির নিরাপদ পথের জন্য একটি চুক্তি নিশ্চিত করতে সহায়তা করেছিল। তুরস্ক বলেছে, ভবিষ্যতের যে কোনো শান্তি আলোচনায় উভয় দেশকেই অন্তর্ভুক্ত থাকতে হবে। ২০২৪ সাল থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানোর সময় আঙ্কারা যুদ্ধের অবসানের জন্য মার্কিন উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে শুক্রবার সেই আলোচনা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বাগ্যুদ্ধের কারণে আপাতত পণ্ড হয়েছে। সূত্রটি জানিয়েছে, গত রবিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যুদ্ধের ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তুরস্কের প্রচেষ্টা সম্পর্কে ইউরোপীয় নেতাদের অবহিত করবেন। ফিদান বলেছেন, ২০২২ সালের মার্চ মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনার আয়োজনকারী তুরস্ক আগামী সময়ে এই ভূমিকা নিতে প্রস্তুত, আলোচনায় সব পক্ষকে যৌথভাবে স্থায়ী আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির দিকে মনোনিবেশ করতে হবে। -এএফপি