কোনো সাংবাদিক, লেখক এবং কোনো সংবাদমাধ্যম/ প্রকাশনা সংস্থা যদি ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্র ব্যবহার করে কোনো সংবাদ, বই প্রকাশ করে, তাহলে সেই লেখক/সাংবাদিক ও প্রকাশনা সংস্থা/ সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করতে পারবে মার্কিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সতর্কবার্তা দিয়েছেন। বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সম্প্রতি আমার প্রেসিডেন্সির এক মাস পূর্ণ হয়েছে। এ এক মাস ছিল ব্যাপকভাবে সাফল্যমণ্ডিত; কিন্তু আমি লক্ষ্য করছি যে, নামহীন বা বেনামি সূত্রের বরাত দিয়ে কিছু প্রকাশনা ও সংবাদমাধ্যম এমন কিছু লেখা প্রকাশ করছে, যেগুলো বানোয়াট এবং রীতিমতো মানহানিকর কল্পকাহিনি।’ এএফপি