প্রবল বৃষ্টিপাতের কারণে আজ সন্ধ্যায় দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমপক্ষে ১৫টি বিমানকে ঘুরিয়ে দেয়া হয়েছে। লাগাতার বর্ষণ এবং প্রতিকূল আবহাওয়ার জেরে এই পদক্ষেপ নিতে বাধ্য হয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ডাইভার্ট হওয়া ১৫টি ফ্লাইটের মধ্যে আটটি জয়পুর, পাঁচটি লখনউ এবং দুটি চণ্ডীগড়ে নামানো হয়েছে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকাল থেকে দিল্লিতে শুরু হওয়া হালকা বৃষ্টি দুপুরের বিরতির পর সন্ধ্যায় ভয়ঙ্কর রূপ নেয়। ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় ভারী বর্ষণ। এর ফলস্বরূপ, রাজধানীর বহু গুরুত্বপূর্ণ রাস্তায় পানি জমে যায়। দেখা দেয় বিশাল যানজট। সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন।
বিমানবন্দর কর্তৃপক্ষ আগেই একটি নির্দেশিকায় জানিয়েছিল যে প্রতিকূল আবহাওয়ার জন্য বিমান পরিষেবা প্রভাবিত হতে পারে। দিল্লি বিমানবন্দর এক বিবৃতিতে বলেছে, "দিল্লিতে খারাপ আবহাওয়ার কারণে বিমান পরিষেবা প্রভাবিত হতে পারে। আমাদের গ্রাউন্ড টিমগুলি সমস্ত স্টেকহোল্ডারদের সাথে নিরলসভাবে কাজ করছে যাতে যাত্রীরা একটি মসৃণ পরিষেবা পান।"
যাত্রীদের নিজেদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, রাস্তায় যানজট এড়াতে বিমানবন্দরে পৌঁছানোর জন্য দিল্লি মেট্রো ব্যবহার করারও অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, ভারতের আবহাওয়া দফতর আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ ও কমলা সতর্কতা জারি করেছিল। তারা এই অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ-এর পূর্বাভাসও দিয়েছিল।
বিডি প্রতিদিন/নাজমুল