ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ জ্যামাইকায় লেপ্টোসাইরোসিস নামের ব্যাকটেরিয়ার সংক্রমণে ৬ জন মারা গেছে। অক্টোবরের শেষ দিকে ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবের পর এ প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে।
গত ২৮ অক্টোবর ক্যাটেগরি ৫-এর ঘূর্ণিঝড় ক্যারিবীয় দ্বীপটিতে আঘাত হেনেছিল। যা ভয়াবহ বন্যা ও ভূমিধস সৃষ্টি করেছে। প্রবল বৃষ্টিপাতের পানি দূষিত হয়ে এ সংক্রমণের অনুকূল পরিবেশ তৈরি করে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টোফার টাফটন শুক্রবার জানান, ৩০ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে ৯টি সংক্রমণ নিশ্চিত হয়েছে। এছাড়া আরও ২৮ জন আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রী টাফটন বলেন, ঘূর্ণিঝড়ের পর বিরূপ পরিবেশ সংক্রমণের ঝুঁকি বাড়িয়েছে। বন্যার পানির সংস্পর্শে আসা পরিস্কারকর্মী, জরুরি সেবা কর্মী বা বন্যা এলাকায় বসবাসকারীদের জন্য এ সংক্রমণের ঝুঁকি রয়েছে।
জ্যামাইকার কর্মকর্তারা জানিয়েছেন ঘূর্ণিঝড় মেলিসা প্রায় ১০ বিলিয়ন ডলারের ক্ষতি করেছে। এতে দেশের পর্যটন ও কৃষি খাতের ক্ষতি হয়েছে। প্রায় ২ লাখ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেপ্টোসাইরোসিস ব্যাকটেরিয়ার সংক্রমণ ইঁদুর বা অন্যান্য গবাদি প্রাণীর প্রস্রাব দ্বারা দূষিত পানি বা মাটির মাধ্যমে ছড়ায়। এটি ত্বকের ক্ষত, চোখ, নাক বা মুখের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে।
রোগটির প্রাথমিক উপসর্গ যেমন জ্বর, মাথাব্যথা ও মাংসপেশীর ব্যথা সাধারণ ফ্লু মনে হতে পারে। তবে এটি পরবর্তীতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। যা কিডনি ও লিভারকে ক্ষতি, মেনিনজাইটিস ও গুরুতর অভ্যন্তরীণ রক্তপাত ঘটাতে পারে।
সূত্র: রয়টার্স,জ্যামাইকা অবজারভার
বিডি-প্রতিদিন/এমই