ভারতের অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার উদ্যোগ নিয়েছেন। তিনি নাম লিখিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি-টোয়েন্টি) এর আসন্ন নিলামে।
আগামী ১ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে এই লিগের প্রথম নিলাম। সেখানে অশ্বিন আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে- ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। উল্লেখযোগ্যভাবে, এই বিভাগে একমাত্র খেলোয়াড় হিসেবে রয়েছেন ৩৯ বছর বয়সী অশ্বিন।
অশ্বিন গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে হঠাৎ করে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। এরপর আইপিএল থেকেও বিদায়ের ঘোষণা দেন তিনি, যার ফলে তার সামনে বিদেশি লিগে খেলার দ্বার উন্মুক্ত হয়ে যায়। সেই ঘোষণার পরই তিনি জানান, বিশ্বব্যাপী বিভিন্ন লিগে খেলার ইচ্ছা রয়েছে তার। এবার সেই কথাই বাস্তবে রূপ নিতে চলেছে আইএলটি-টোয়েন্টির মাধ্যমে।
বর্তমানে নিলামের জন্য ৮০০ জনের বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন, যার মধ্যে ২৩ জন ভারতীয় খেলোয়াড়ও রয়েছেন। চূড়ান্ত তালিকা এই সপ্তাহেই প্রকাশ করা হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে।
আইএলটি-টোয়েন্টির চতুর্থ আসর শুরু হবে ২ ডিসেম্বর এবং শেষ হবে ৪ জানুয়ারি। ছয় দলের এই টুর্নামেন্টে পুরো মৌসুমেই অংশ নেবেন অশ্বিন। লিগের নিয়ম অনুযায়ী, প্রতিটি স্কোয়াডে ১৯ থেকে ২১ জন খেলোয়াড় থাকতে পারবেন। এর মধ্যে কমপক্ষে ১১ জন পূর্ণ সদস্য দেশের, চারজন সংযুক্ত আরব আমিরাতের, একজন কুয়েতের, একজন সৌদি আরবের এবং দুইজন অন্যান্য সহযোগী দেশের হতে হবে।
একটি ফ্র্যাঞ্চাইজি নিলামের বাইরে সর্বোচ্চ দুজন ‘ওয়াইল্ডকার্ড’ খেলোয়াড় দলে নিতে পারবে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইএলটি-টোয়েন্টির পর অশ্বিনকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও। সেখানে তার প্রতি আগ্রহ দেখিয়েছে চারটি ফ্র্যাঞ্চাইজি।
বিডি প্রতিদিন/মুসা