কৃষি খাতের আধুনিকায়নে মোবাইল অ্যাপ ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় ডি-মোর ইন্টারন্যাশনাল হোটেলের কনফারেন্স রুমে ‘চাইল্ড সেন্টার এন্টিসিপেটরি একশন’ প্রকল্পের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রকল্পের সুবিধাভোগী ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. আব্দুল মুহিত। প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক নিলুফার আক্তার বানু। প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আমানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল ইসলাম মজুমদার, কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইভ দ্য চিলড্রেনের অফিসার সঞ্জিতা হালদার, রাইমসের সিনিয়র অফিসার আবহাওয়াবিদ মো. তানজিলুর রহমান এবং অ্যাপস ডেভেলপার মো. খায়রুল ইসলাম অন্তর প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন জাগোনারীর প্রকল্প কর্মকর্তা লাইজু আক্তার।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এবং রাইমসের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। জার্মান ফেডারেশনের অর্থায়নে বর্তমানে এটি পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার আটটি ইউনিয়নে কার্যকর রয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম