ফেডারেশন কাপের নতুন আসর ড্র দিয়ে শুরু করেছে বসুন্ধরা কিংস। গতবারের ফেডারেশন কাপে ফর্টিসের কাছে হেরে যাওয়া কিংস এবারে মাঠে নেমেছিল প্রতিশোধের মনোভাব নিয়ে। ঘরের মাঠ কিংস অ্যারেনায় খেলায় জয় নিয়েই মাঠ ছাড়ার সুযোগ ছিল, কিন্তু শেষ মুহূর্তের আত্মঘাতী গোলের কারণে ১-১ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো দলকে।
দরিয়েলতনের গোলের পর ৪৭ মিনিটে দল এগিয়ে যায় কিংস। পরে ৫৪ মিনিটে ইমানুয়েল সানডে একক আক্রমণে সুযোগ তৈরি করেন, তবে গোলরক্ষক সুজান পেরেরার সুভিক্ষায় ফর্টিসের আক্রমণ থামানো যায়। ফাহিম ও রাফায়েল অগুস্তরও গোলের কাছাকাছি যান, কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি।
৮৫ মিনিটে দলের জন্য দুঃখজনক মুহূর্ত আসে, যখন ফর্টিসের রাজ উদ্দিন সাগরের শটে গোলরক্ষক শ্রাবণ মাটিতে ডাইভ দিতে গিয়ে তারিক কাজীর সঙ্গে ধাক্কা লাগে। হাত থেকে বল ফসকে গিয়ে তারিকের পায়ে লেগে আত্মঘাতী গোল হিসেবে জালে যায়। এতে করে তিন পয়েন্টের আশা ভেস্তে যায় কিংসের।
অন্যদিকে, মোহামেডান ফেডারেশন কাপ শুরু করলো জয় দিয়ে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তারা পুলিশ এফসিকে ৩-২ গোলে হারায়। মোহামেডানের স্যামুয়েল বোয়েটং হ্যাটট্রিক করেন, আর পুলিশের হয়ে গোল করেন ঈসা ফয়সাল ও দানিলো কুইপাপার।
বিডি প্রতিদিন/মুসা