ইরাকের পূর্বাঞ্চলীয় ওয়াসিত প্রদেশের কুত শহরের একটি বহুতল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৬১ জনে পৌঁছেছে। এ ঘটনায় এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে শহরের স্বাস্থ্য বিভাগ এবং দুইটি পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্সের প্রকাশিত ফুটেজে দেখা গেছে, রাতভর আগুনের পর ‘কর্নিশ হাইপারমার্কেট’ ভবনের কালো হয়ে যাওয়া বাইরের অংশ এবং এখনও সেখানে কাজ করে চলেছে উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
রয়টার্স যাচাই করা ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিস কর্মীরা রাতের আঁধারে আগুনে দগ্ধ ভবনে পানি ছিটাচ্ছেন এবং উদ্ধারকর্মীদের সহায়তায় কিছু মানুষ ছাদ থেকে নিচে নামছেন।
শহরের এক কর্মকর্তা আলি আল-মায়াহি রয়টার্সকে বলেন, "আমাদের আরও কিছু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে, যা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।"
প্রাথমিকভাবে আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে পুলিশের একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে আগুন ছড়িয়ে পড়ে সেই ফ্লোরে যেখানে পারফিউম ও কসমেটিকস বিক্রি হয়।
হাইপারমার্কেটের পাশের বাড়ির বাসিন্দা আলি আল-জারগানি বলেন, "প্রচণ্ড আগুনে অনেক মানুষ ভবনের ভিতরে আটকে পড়েছিল, সবাই বাঁচার জন্য ছুটোছুটি করছিল।"
তিনি আরও বলেন, "আমি নিজ চোখে পুড়ে যাওয়া নারী ও শিশুর মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেছি — এটি ছিল এক ভয়াবহ দৃশ্য।"
নিহতদের দাফনের প্রস্তুতির সময় স্বজনদের কাঁদতে ও কফিনের পাশে প্রার্থনা করতে দেখা যায়। তবে ১৫ জনের বেশি মরদেহ এতটাই পুড়ে গেছে যে, শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হচ্ছে বলে জানান এক প্রত্যক্ষদর্শী।
আগুন নিভে যাওয়ার পর ধোঁয়ায় ঝলসানো ভবনে উদ্ধারকর্মীরা আরও মরদেহের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন, তাঁর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে জাতীয় শোক ঘোষণার কথাও বলা হয়েছে।
প্রাদেশিক গভর্নর জানান, তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে বলে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে।
আইএনএ আরও জানিয়েছে, "ভবন মালিক ও মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।"
উল্লেখ্য, ইরাকে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০২৩ সালে, দেশটির এক উত্তরের শহরে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজিম