যুক্তরাষ্ট্রের কিলাউইয়া আগ্নেয়গিরি থেকে ক্রমাগত লাভা উদগিরণ হচ্ছে। এর ফলে হাওয়াইয়ের আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই লাভা উদগিরণের বেশ কিছু মনোমুগ্ধকর ভিডিও প্রকাশ করেছে।
এই উদগিরণটি গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এর বর্তমান চক্রের ৩২তম ঘটনা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মধ্যরাতের ঠিক পরেই হালেমাউমাউ ক্রেটার-এর উত্তর দিক থেকে প্রথম লাভা বেরোতে শুরু করে। এরপর সকালের দিকে এর দক্ষিণ প্রান্ত এবং মধ্যবর্তী তৃতীয় একটি অংশ থেকেও লাভা নিঃসরণ হতে দেখা যায়।
তবে স্বস্তির খবর হলো, লাভা প্রবাহ শুধুমাত্র হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্ক-এর ভেতরেই সীমাবদ্ধ আছে, যা জনবসতির জন্য কোনো হুমকি নয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার অনুমান অনুযায়ী, এই উদগিরণে প্রতি সেকেন্ডে প্রায় ৬,৭৫০ কিউবিক ফুট লাভা নির্গত হয়েছে, যা দিয়ে প্রতি মিনিটে প্রায় পাঁচটি অলিম্পিক-আকারের সুইমিং পুল ভরে ফেলা সম্ভব। উদগিরণ শেষ হওয়ার পর, লাভা প্রবাহ ক্রেটার ফ্লোরের প্রায় ৪০-৫০% অংশ ঢেকে ফেলেছে। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ঠাণ্ডা হতে থাকায় এই লাভা প্রবাহ ধীরে ধীরে আরও কয়েকদিন ধরে প্রবাহিত হতে পারে।
হাওয়াই স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ-এর মতে, সালফার ডাইঅক্সাইড এবং এর ফলে সৃষ্ট ভগ চোখ ও শ্বাসতন্ত্রে অস্বস্তি তৈরি করতে পারে। বিশেষ করে হাঁপানি বা অন্যান্য ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি ক্ষতিকর। এই অগ্ন্যুৎপাতে কাচের মতো আগ্নেয় টুকরাও তৈরি হয়েছে, যা স্থানীয়ভাবে কিছু শারীরিক ঝুঁকি তৈরি করছে।
হাওয়াই দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ হাওয়াই আইল্যান্ডে অবস্থিত কিলাউইয়া বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি। এটি রাজধানী হনুলুলু থেকে প্রায় ২০০ মাইল (৩২০ কিলোমিটার) দক্ষিণে অবস্থিত।
বিডি প্রতিদিন/নাজমুল