‘গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য ফাঁস ঠেকাতে’ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে ‘কার্যত’ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত দুই দিন ধরে ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে দেখা করার বিশেষ পূর্বানুমতি থাকলেও কার্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
গতকাল পেশাগত দায়িত্ব পালনের জন্য কয়েকজন সংবাদকর্মী সংস্থাটির কার্যালয়ে গেলে ওপরের নির্দেশ রয়েছে বলে প্রবেশে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। এ বিষয়ে জানতে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং মহাপরিচালক মো. আক্তার হোসেনের সাক্ষাৎ চেয়েও তাদের পাননি সাংবাদিকরা। মূলত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া ফাইভজি রেডিনেস প্রকল্পে অর্থ ছাড়ের ব্যাপারে দুদকে দেওয়া প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের চিঠিকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানা গেছে।