রাজধানীর ডেমরার মীরপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বোরহান উদ্দিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরা মীরপাড়া শিকদার পাম্পের পাশে দুর্ঘটনাটি ঘটে।
মৃতের স্ত্রীর বড় ভাই সোহেল বলেন, বোরহান উদ্দিন একটি বরফ ও ককশিট ফ্যাক্টরির পিকআপ চালক। রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে যাওয়ার পথে মীরপাড়ার সিকদার পাম্পের সামনে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দুইজন গুরুতর আহত হন। পরে সেখান থেকে দুইজনকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বোরহান উদ্দিনকে রাত ১টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাসটি স্থানীয়রা আটক করেছে। তবে সেখান থেকে চালক পালিয়ে গেছে বলে জানান সোহেল। আহত অপরজনের নাম জানা যায়নি। তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বোরহান উদ্দিন ডেমরার মীরপাড়ার শুকনা ট্যাংরা এলাকার বাসিন্দা শফর উদ্দিনের ছেলে।
বিডি প্রতিদিন/জুনাইদ