রাজধানীর রামপুরার উলন রোডে নির্মাণাধীন ভবনের তিন তালার ছাদ থেকে নিচে পড়ে মো. হারুন (৬৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকালে এ ঘটনাটি ঘটে।
হারুনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জাহিদুল ইসলাম বলেন, উলন রোডে তিন তলা বাড়ির ছাদের অংশ বর্ধিতকরণের কাজ চলছিল। সেখানে হারুন সেন্টারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
হারুনের বাড়ি চাঁদপুর জেলায়। বর্তমানে রামপুরার উলন রোডে ভাড়া বাসায় থাকতেন।
বিডি প্রতিদিন/জুনাইদ