মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফিকে দেশটির মহাকাশ সংস্থা নাসার অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্পেসএক্স প্রধান ইলন মাস্কের একজন ঘনিষ্ঠ মিত্রের নাসার মনোনয়ন প্রত্যাহার করার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বর্তমান পরিবহনমন্ত্রী শন ডাফিকে সাময়িকভাবে নাসার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা করেছেন।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমাদের দেশের পরিবহন ব্যবস্থাপনায় শন অসাধারণ কাজ করছেন, আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম তৈরি থেকে শুরু করে সড়ক ও সেতু পুনর্গঠন পর্যন্ত সবকিছু তিনি দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। এখন নাসার মতো গুরুত্বপূর্ণ একটি সংস্থার নেতৃত্বও সাময়িক সময়ের জন্য তার হাতে তুলে দেওয়া হচ্ছে। অভিনন্দন ও ধন্যবাদ, শন।”
এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই শন ডাফি এক্সে (সাবেক টুইটার) লেখেন, “এই দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছি। এখন সময় মহাকাশের দখল নেওয়ার। চলুন, উৎক্ষেপণ শুরু করি!”
এর আগে চলতি বছরের মে মাসের শেষ দিকে ট্রাম্প প্রযুক্তি উদ্যোক্তা জারেড আইজ্যাকম্যানের নাসা প্রধান হিসেবে মনোনয়ন বাতিল করেন।
তিনি বলেন, “আগের কিছু সম্পর্ক” পুনর্বিবেচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ অল্পদিনের মধ্যেই আইজ্যাকম্যানের নিয়োগ অনুমোদনের জন্য সিনেট ভোটে যাওয়ার কথা ছিল।
আইজ্যাকম্যান দু’বার মহাকাশে ব্যক্তিগত মিশনে অংশ নিয়েছেন এবং স্পেসএক্স প্রধান ইলন মাস্কের ঘনিষ্ঠ বন্ধু। ট্রাম্প বলেন, “নাসা যখন ইলনের ব্যবসার এত গুরুত্বপূর্ণ অংশ, তখন তার ঘনিষ্ঠ কোনো বন্ধু এই সংস্থার নেতৃত্বে থাকা অনুচিত হবে।”
ট্রাম্প আরও দাবি করেন, নাসার মতো সংস্থার নেতৃত্বে সাধারণত বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষাবিদ বা অভিজ্ঞ সরকারি কর্মকর্তারা থাকেন, যারা দুই পক্ষের আইনপ্রণেতাদের সঙ্গে সমন্বয় করে বাজেটসহ প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যান। সূত্র: সিএনএন, এএফপি
বিডি প্রতিদিন/একেএ