চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগানের কাজ করা নিয়ে বিবাদের জেরে চাচাতো ভাইয়ের হাতে সুপ্তা মাঝি (১৫) নামে এক কিশোরী খুন হয়েছে। শনিবার (৫জুলাই) ভোর ৪টায় উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের উদালিয়া চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত সুপ্তা ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাঝির মেয়ে। ঘটানোর পরপরই পুলিশ অভিযুক্ত চাচাতো ভাই রতন দাশকে (৩৭) গ্রেপ্তার করে।
ভুজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন- আসামি রতনকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় সূত্রে জানা যায় চাকরির বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় চাচাতো বোনের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে রতন ঘরে থাকা বঁটি দিয়ে চাচাতো বোন সুপ্তার মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় সুপ্তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/হিমেল