ইসরায়েলের হয়ে চরবৃত্তির দায়ে ইরানে অভিযুক্ত হয়েছেন ফ্রান্সের দুই নাগরিক।
তারা হলেন- সিসিল কোহলার (৪০) ও তার সঙ্গী জ্যাক প্যারিস (৭২)। তারা ২০২২ সালের মে থেকে ইরানে আটক রয়েছেন।
বুধবার কূটনৈতিক এবং পরিবারের সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে ইরানে সরকার উৎখাতের অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি এই দম্পতির বিরুদ্ধে ‘পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি’- নামের একটি অভিযোগ আনা হয়েছে। ইরানে এই অভিযোগ গুরুতর হিসেবে বিবেচিত। এর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।
সূত্রের তথ্য মতে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগেও অভিযুক্ত হয়েছেন ওই দম্পতি।
তাদের বিরুদ্ধে যেসকল অভিযোগ দায়ের করা হয়েছে তার শাস্তি মৃত্যুদণ্ড। যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিষয়টি এখনও নিশ্চিত করেনি ইরান। ফরাসি ওই দুই নাগরিকদের সঙ্গে দেশটির কূটনীতিকদের সাক্ষাতের কয়েকদিনের পরই এমন খবর এলো। তেহরানের এভিন কারাগারে আটক আছেন এ দুই নাগরিক। ইরান-ইসরায়েল সংঘাতের সময় এই কারাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে কমপক্ষে ৭৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ। সূত্র: ফ্রান্স২৪, এএফপি
বিডি প্রতিদিন/একেএ