ইউক্রেন ফ্লেমিঙ্গো নামে পরিচিত একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যা ৩ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করা হয়েছে। এটি বর্তমানে আমাদের সবচেয়ে সফল ক্ষেপণাস্ত্র। এটি ৩ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। ফেব্রুয়ারির মধ্যে এর ব্যাপক উৎপাদন শুরু হতে পারে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত