স্বামী জ্যারেড কুশনারের সঙ্গে মায়ামিতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। সেখানে অপরিচিত এক ব্যক্তি তার দিকে আসার চেষ্টা করায় ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন ইভাঙ্কার দেহরক্ষী।
টিকটকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, শনিবার রাতে মায়ামির জাঁকজমকপূর্ণ কার্বন বিচ ভেন্যু থেকে ৪৩ বছর বয়সী ইভাঙ্কা স্বামীর সঙ্গে বের হচ্ছিলেন। এ সময় ট্যান শর্টস ও কালো টি-শার্ট পরা এক ব্যক্তি তাদের দিকে বারবার এগিয়ে আসার চেষ্টা করেন। ওই ব্যক্তির হাতে একটি ম্যানিলা ফোল্ডার ছিল। তিনি সেটি নিয়ে একটি গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় ইভাঙ্কা-কুশনার দম্পতির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কালো ট্রাউজার ও বেগুনি শার্ট পরা একজন নিরাপত্তারক্ষী দ্রুত ওই ব্যক্তিকে আলতো করে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেন।
কিন্তু তারপরও লোকটি বিরত না হয়ে নিরাপত্তারক্ষীকে ঠেলে আবার মার্কিন ফার্স্ট ডটার ও তার স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করেন। এতে ক্ষেপে গিয়ে ওই দেহরক্ষী লোকটির বুকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি উল্টে পড়ে যান।
ভিডিওতে দেখা যায়, ওই সময় কুশনার-ইভাঙ্কা দম্পতিকে বিচলিত দেখাচ্ছিল। কিছুক্ষণের জন্য তারা ঘুরে দাঁড়ান এবং সেখানে অপেক্ষারত একটি এসইউভি গাড়িতে ওঠার আগে আসলে সেখানে কী ঘটেছিল তা মূল্যায়ন করার চেষ্টা করেন। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট
বিডি প্রতিদিন/একেএ