নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে রেমিট্যান্স বন্ধ করে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এখন বর্তমান সরকারকে রেমিট্যান্স পাঠিয়ে তাঁরা সহায়তা করছেন। গতকাল জাতীয় সংসদের এলইডি হলে ঐকমত্য কমিশনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের স্মারকলিপি গ্রহণকালে তিনি এ কথা বলেন। জুলাই সনদে প্রবাসীদের ৫ দফা যুক্ত করার দাবিতে স্মারকলিপি দেয় প্রবাসী অধিকার পরিষদের ছয় সদস্যের প্রতিনিধি দল।
এ সময় বদিউল আলম মজুমদার বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার সুপারিশ করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। পোস্টাল এবং অনলাইন ভোটিংয়ের সুপারিশ করেছিল কমিশন। প্রধান উপদেষ্টা খুবই আগ্রহী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।