দীর্ঘদিন দেশ ছেড়ে পালিয়ে থাকার পর পুনরায় দেশে এসে গ্রেপ্তার হয়েছেন হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম হোতা, সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান। শুক্রবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এ সময় লন্ডন যাচ্ছিলেন।
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর হাসান গত ২৪ সেপ্টেম্বর তুরস্কের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। গতকাল গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাজবীরকে থানায় হস্তান্তর করেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার জানিয়েছেন, ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, ২০২০ সালে গ্রাহকদের শত শত কোটি টাকা নিয়ে হঠাৎই উধাও হয়ে যায় হালট্রিপ। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি। ২০২০ সালের জানুয়ারিতে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর অন্তত দুটি দেশের (তুরস্ক ও ভানুয়াতু) নাগরিকত্ব গ্রহণ করেন তাজবীর হাসান। এ ছাড়াও তার মাল্টার রেসিডেনসি এবং স্পেনের গোল্ডেন ভিসা রয়েছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
সূত্র জানায়, হালট্রিপ সার্ভিস মূলত ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠান। এর চেয়ারম্যান পি কে হালদার ও এমডি তাজবীর হাসান। গ্রাহকদের ১৪০০ কোটি টাকা মেরে দিয়ে দেশ ছাড়ার পর, একই বছরের মার্চে তাজবীর ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেন। স্থায়ীভাবে বসবাস শুরু করেন দুবাইতে। সেখানে তিনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ফ্রন্ট কভার হিসেবে দুবাই, স্পেন ও মাল্টায় বিভিন্ন আবাসন প্রকল্পে বিনিয়োগ করেন। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাকে ভানুয়াতু ও তুরস্কের নাগরিক করতেও সহায়তা করেছেন।
এদিকে তাজবীরের গ্রেপ্তারের ঘটনা তুলে ধরে গোয়েন্দা সংস্থার কার্যক্ষমতার প্রশংসা করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। শনিবার দুপুর ১২টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সায়ের উল্লেখ করেন, ‘দেশের নিরাপত্তা সংস্থাগুলোর কার্যক্ষমতা নিয়ে আমরা প্রায়ই নেতিবাচক ধারণা পোষণ করি। সম্ভবত সময় এসেছে তাদের তৎপরতার কিছুটা হলেও প্রশংসা করার। তিনি লেখেন, ‘আজ ৪ অক্টোবর ২০২৫, মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ একটি সংস্থার প্রচেষ্টায় হাল ট্রিপ কেলেঙ্কারির অন্যতম কুশীলব, সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসানকে আটক করা হয়েছে।’