বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ছিল ডেমোক্র্যাসির জন্য। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি সারা দেশে মবোক্র্যাসির রাজত্ব। চেয়েছিলাম ডেমোক্র্যাসি, হয়ে যাচ্ছে মবোক্র্যাসি।’ গতকাল বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের পরিচালনায় সমাবেশে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ যুবদলের কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা অংশ নেন।
সমাবেশ শেষে নয়াপল্টনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় ও জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই। আমরা চাই এ অন্তর্বর্তী নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন হবে, সেটি যেন পৃথিবীর বুকে একটি দৃষ্টান্ত স্থাপন করে।
এটির নিরপেক্ষতা যেন সারা পৃথিবীর কাছে জ্বলন্ত উদাহরণ হয়। এর স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে। সেজন্য আমরা দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে আপনাকে সহযোগিতা করব।’
সরকারের নির্লিপ্ততার কারণে সারা দেশে মবোক্র্যাসি হচ্ছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘যারা গণ অভ্যুত্থানের শক্তি চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে, তারা কারা এবং কেন করছে? এর জবাব হচ্ছে-সরকারের নির্লিপ্ততা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা।’
সরকারকে সহযোগিতা করার কথা জানিয়ে তিনি বলেন, ‘৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সব সময় এ সরকারের সফলতা কামনা করেছি। সব সময় সর্বতোভাবে সহযোগিতা করেছি। কিন্তু আজ গণ অভ্যুত্থানের শক্তি চ্যালেঞ্জ করা হচ্ছে বিভিন্নভাবে ইস্যু সৃষ্টি করে। সে ইস্যুর মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বিএনপিকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে।’ তিনি বলেন, ‘কারা এগুলো করছে? কারা ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ পুনরায় সৃজন করতে চাচ্ছে? সে প্রশ্নের জবাব আমরা দিতে পারি। যারা ফ্যাসিবাদের আগমন চায়, বাংলাদেশে ফ্যাসিবাদের প্রত্যাবাসন, পুনর্বাসন চায় এবং যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করছে তারাই এগুলো করছে।’