জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রত্যাশিত ‘শাপলা’ প্রতীক ছাড়াই জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক তালিকায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনের এ অবস্থান তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশন এনসিপিকে ‘শাপলা’ প্রতীক না দিলে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। গতকাল বিকালে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নাই।’ গতকাল ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, এনসিপি যদি নিবন্ধনও পায়, তালিকায় না থাকায় তারা দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাবে না। নিবন্ধন পাওয়ার পর দলটির নতুন প্রতীক চাইতে হবে। নির্ধারিত তালিকা থেকেই প্রতীক নিতে হবে। ১১৫টি প্রতীক রেখে নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। ভেটিংসহ আচরণবিধি ও প্রতীক তালিকা অনুমোদন করেছে সরকার। ইসি সচিব বলেন, আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভিতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপিকে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলমান আছে। নিবন্ধন-সংক্রান্ত নথিপত্র এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। তবে প্রতীক সংক্রান্ত সমন্বয় কার্যক্রম ইতোমধ্যে এক ধাপ এগিয়েছে। এনসিপি শাপলার পাশাপাশি সাদা শাপলা এবং লাল শাপলাও প্রতীক হিসেবে চেয়ে রেখেছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে এসে সাংবাদিকদের বলেছিলেন, শাপলার দাবি তারা ছাড়বেন না। এই তিনটি প্রতীক থেকে আমরা সরছি না। আমরা খোঁজ পাচ্ছি, এ প্রতীকগুলো নিয়ে ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে ইসি। এনসিপি যে প্রতীকে নিবন্ধন হবে, সেটা অবশ্যই এ তিনটি প্রতীকের মধ্যেই (এর মধ্যে যে কোনো একটি) নিবন্ধন হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। তবে সেই সুযোগ নেই জানিয়ে ইসি সচিব বলেন, এনসিপি প্রতীক চেয়ে আবেদন করেছে। কিন্তু তালিকায় শাপলা প্রতীক না থাকায় আমরা তাদের জানিয়েছি বিকল্প প্রস্তাব পাঠাতে। নিষ্পত্তি হবে ইসি ও দলের সম্মতিতে।
শাপলা প্রতীকে অটল আছি-নাহিদ : গতকাল এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সেদিন নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন, শাপলা প্রতীক না দেওয়ার কোনো আইনগত যুক্তি নির্বাচন কমিশন আমাদের দেখাতে পারেনি। ফলে এখন পর্যন্ত শাপলা প্রতীকে অটল আছি। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাব।
এনসিপিকে শাপলা না দিলে ‘নির্বাচন কীভাবে হয় দেখে নেব’-সারজিস : নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক না দিলে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। গতকাল বিকালে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নাই। না হলে নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেব।
শাপলা না পাওয়ার বিষয়ে ইসি সচিবের বক্তব্যের পর ফেসবুকে পোস্ট দিয়ে শাপলা মার্কার দাবিতে অটল থাকার কথা তুলে ধরেন সারজিস আলম। তিনি লিখেছেন, ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয়, বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না। যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে, সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে? কমিশনকে হুঁশিয়ার করে সারজিস লিখেছেন, ‘সকল ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’
নতুন যুক্ত হওয়া ৪৬টিসহ ইসির প্রতীকের তফসিল দাঁড়াচ্ছে ১১৫টি। এগুলো হচ্ছে আপেল, আনারস, কোদাল, খাট, টেবিলঘড়ি, ফ্রিজ, মোড়া, ট্রাক, বক, মোরগ, আম, খেজুর গাছ, টেলিফোন, বাঘ, রকেট, আলমিরা, গরুর গাড়ি, টেলিভিশন, বই, রিকশা, ঈগল, গাভী, ডাব, বটগাছ, লাউ, উটপাখি, গামছা, ঢেঁকি, বাঁশি, লিচু, উদীয়মান সূর্য, গোলাপ ফুল, তবলা, বেঞ্চ, লাঙ্গল, একতারা, ঘণ্টা, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, বাইসাইকেল, সোনালী আঁশ, কবুতর, কলম, ঘোড়া, থালা, বালতি, সেলাই মেশিন, চাকা, দাঁড়িপাল্লা, বেলুন, সোফা, কলস, চার্জার লাইট, দালান, বৈদ্যুতিক পাখা, সিংহ, কলার ছড়ি, চাবি, দেয়ালঘড়ি, মই, কাঁঠাল, চিংড়ি, দোয়াত কলম, মগ, স্যুটকেস, হরিণ, কাপ-পিরিচ, চেয়ার, দোলনা, মাইক, হাত (পাঞ্জা), কাস্তে, চশমা, ধানের শীষ, মোটরগাড়ি (কার), হাতঘড়ি, কেটলি, ছড়ি, নোঙ্গর, মশাল, হাতপাখা, কুমির, ছাতা, নৌকা, ময়ূর, হাঁস, কম্পিউটার, জগ, প্রজাপতি, মাছ, কলা, কুড়াল, জাহাজ, ফুটবল, মাথাল, টিউবওয়েল, ফুলকপি, মিনার, কুলা, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মোমবাতি, কুঁড়েঘর, টেবিল, ফুলের মালা, মোবাইল ফোন, হাতি, হাতুড়ি, হারিকেন, হক্কা ও হেলিকপ্টার।