ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৮ সেপ্টেম্বর সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। অক্টোবরজুড়ে চলবে এই সংলাপ। এই সংলাপে পর্যায়ক্রমে সুশীল সমাজ, রাজনৈতিক দল, নারী প্রতিনিধি ও নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন।
গতকাল রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘কর্মপরিকল্পনার অংশ হিসেবে আমরা বেশ কয়েকটা কাজে এগিয়েছি। জনসম্পৃক্ততার বিষয় আছে, আমরা বিভিন্ন স্টেকহোল্ডারস যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব।’ আখতার আহমেদ জানান, প্রাথমিকভাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করা হবে। এ ধাপে শিক্ষক সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন। নির্বাচন সুষ্ঠু করতে তাদের পরামর্শ ও লিখিত মতামত চাইবে ইসি।
ইসি সচিব জানান, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা ও ইসির কাছে থাকা প্রতীকের সংরক্ষিত তালিকাটি আইন মন্ত্রণালয় ভেটিং শেষে আবার ইসির কাছে ফেরত এসেছে। এখন তা গেজেট আকারে জারি করবে ইসি। আখতার আহমেদ বলেন, আরপিওর সংশোধনের প্রস্তাবটা এখন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে অপেক্ষমাণ আছে। সেটাও আশা করি খুব অচিরেই পেয়ে যাব। নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, নির্বাচনি প্রস্তুতি পর্যায়ক্রমিকভাবে চলবে। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আগেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এ কারণে সংলাপে প্রথম দিকে আমন্ত্রণ পাচ্ছেন সুশীল সমাজ; নারী নেত্রী ও গণমাধ্যম ব্যক্তিরা। আর পরে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করার সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি। এক্ষেত্রে সাপ্তাহিক ছুটি, পূজা ও অন্যান্য ছুটি বিবেচনায় রেখে অক্টোবরজুড়ে সংলাপ চলতে পারে। ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, এ সংলাপ এক থেকে দেড় মাস সময়ের মধ্যে কয়েকটি ধাপে শেষ করার পরিকল্পনা রয়েছে।