বাংলা ভাষার প্রতি ভালো-লাগা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে এলিমেন্টারি কোর্সে বাংলা শিখছেন নাইজেরিয়ান ছাত্রী চিনিয়ারে আমাকা। গতকাল এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ প্রতিদিনকে নিজের বাংলা শেখার অভিজ্ঞতা জানান তিনি। চিনিয়ারে আমাকা বলেন,বাংলা ভাষা শেখা আমার কাছে একটি আকর্ষণীয় যাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা অধ্যয়ন করা আমার কাছে দারুণ এক অভিজ্ঞতা। বাংলা ভাষা একটু কঠিন হলেও এখানকার শিক্ষকরা ভাষা শেখার এই প্রক্রিয়া খুবই সহজ করে দিয়েছেন। আমি এখনো বাংলা বলা ও লেখায় দক্ষ হয়ে উঠতে পারিনি, তবে আশা করছি শিখতে শিখতে একদিন দক্ষতা অর্জন করতে পারব। ভাষা শিখতে এসে বাংলাদেশে থাকার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি। খাবারও দারুণ। প্রাকৃতিক সৌন্দর্যও মনোরম। যদিও ঢাকার বাইরের এলাকায় এখনো যাওয়ার সুযোগ পাইনি, তবে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
তিনি বলেন, এখানকার মানুষ অবিশ্বাস্যভাবে অতিথিপরায়ণ এবং তাদের জাতির ওপর খুব গর্ব করে। আমি বিশেষ করে বাংলা খাবার উপভোগ করি, বিরিয়ানি আমার প্রিয় খাবারগুলোর মধ্যে একটি। আমার পছন্দের কিছু খাবারের মধ্যে রয়েছে ফুচকা, সিঙ্গাড়া এবং সমুচা। আমার কোর্স শেষ করে নিজ দেশে ফিরে যাওয়ার পরও আমি নিয়মিত ছুটি কাটাতে বাংলাদেশে আসার পরিকল্পনা রাখছি।